২৪ ঘণ্টায় আরও ১৬৫ ফিলিস্তিনি নিহত

২৪ ঘণ্টায় আরও ১৬৫ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ১০৬তম দিন আজ। আগের মতো এদিনেও গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী।

গত ২৪ ঘণ্টায় আরও ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮০ জন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। খবর আল জাজিরার।

শনিবার (২০ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এদিন গাজার খান ইউনিস ও নাসের নাসের হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। গাজার পাশাপাশি ইসরায়েলের হামলা চলছে অধিকৃত পশ্চিম তীরেও।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নতুন করে আরও ১৬৫ জন নিহত ও ২৮০ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ২৪ হাজার ৯২৭ জন। আহত হয়েছেন ৬২ হাজার ৩৮৮ জন।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবির এলাকায় উড়োজাহাজ থেকে জিম্মিদের ছবিসহ লিফলেট ফেলেছে ইসরায়েল। সেই সঙ্গে ৬৯ জন জিম্মির নাম পরিচয় প্রকাশ করেছে তারা।

লিফলেটে নম্বর দিয়ে ফিলিস্তিনিদের বলা হয়েছে, কোনো জিম্মিকে চিনে থাকলে ইসরায়েলি সেনাবাহিনীকে জানাতে হবে। তবে ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকায় এখনও হামাসের হাতে প্রায় ১৩৬ জন বন্দি রয়েছে।