আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

ফাইল ফটো

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। ।রোববার সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিগত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এম.সি.কিউ. পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদ পরীক্ষা গ্রহণে সম্মত রয়েছে। সে হিসেবে পরীক্ষা-হল প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্রেবুয়ারিতে অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র দিয়ে আসন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারবেন। রোল নম্বর অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের নামসহ বিস্তারিত শিডিউল ও অন্যান্য নির্দেশনা পরবর্তীতে ঘোষণা করা হবে; যা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।

২০১৮ সালের ১৯ ডিসেম্বরের আগে যারা একবার লিখিত পরীক্ষায় দিয়ে অকৃতকার্য হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। তবে যদি সরকার সংশোধনী প্রদান করে কেবলমাত্র সেইক্ষেত্রে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরের আগে যারা একবার লিখিত পরীক্ষা দিয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন।