পাবনায় আরো ৭৬ জন করোনায় আক্রান্ত

পাবনায় আরো ৭৬ জন করোনায় আক্রান্ত

রাস্তা-ঘাটে, হাট-বাজারে দেখা গেছে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।

পাবনায় আরো ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় পুলিশ, চিকিৎসক, ব্যাংকার, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীসহ আক্রান্তের সংখ্যা ৮২২ দাঁড়াল। 

সোমবার (২৭ জুলাই) পাবনা জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম থেকে দেয়া তথ্যানুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে পাবনা সদরে ২১ জন, ঈশ্বরদীর ১৫ জন, চাটমোহরের একজন, সুজানগরের ১১ জন, বেড়ার চার জন, সাঁথিয়ার ১৩ জন, ফরিদপুরের একজন এবং আটঘরিয়া উপজেলার ১০ জন রয়েছেন।

এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৩৬০ জন। জেলায় এ পর্যন্ত করোনায় ১০ জন এবং করোনা উপসর্গে ১২ জনসহ জেলায় ২২ জন মারা গেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

পাবনায় করোনার নমুনা পরীক্ষার হার আগের চেয়ে প্রায় ৮০ ভাগ কমে গেছে। পরীক্ষায় ফি নির্ধারণ করা এবং পরীক্ষার রিপোর্ট পেতে দেরী হওয়ার কারণে এই অবস্থা হয়েছে বলে জানা গেছে। এদিকে রাস্তা-ঘাটে, হাট-বাজারে দেখা গেছে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।