ইসলামী বিশ্ববিদ্যালয় : উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ক্যাম্পাসে ইউজিসির তদন্ত দল

ইসলামী বিশ্ববিদ্যালয় : উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ক্যাম্পাসে ইউজিসির তদন্ত দল

ইসলামী বিশ্ববিদ্যালয় : উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ক্যাম্পাসে ইউজিসির তদন্ত দল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যসহ নানাবিধ দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ক্যাম্পাসে এসে কার্যক্রম পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত দল। সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দিনভর বিভিন্ন দপ্তর ও সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করে এ কমিটি।

এরআগে রবিবার সন্ধ্যায় তদন্ত দল ক্যাম্পাসে পৌঁছে। পরবর্তীতে সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উপাচার্যের সভা কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদীয় ডীন, বিভাগীয় প্রধান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক, বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন দপ্তর প্রধানদের সাক্ষাৎকার নেয়।

জানা যায়, উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে অভিযোগ তদন্ত করতে গত পহেলা নভেম্বর ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবু তাহেরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। কমিটির অন্যরা হলেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান ও একই বিভাগের উপ-পরিচালক ইউসুফ আলী খান।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা কিছু ডকুমেন্ট দিয়েছে। পরে আরো কিছু ডকুমেন্ট দেবে। পরবর্তীতে কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেব। তদন্ত চলমান থাকায় এখনই এর চেয়ে বেশী কিছু বলতে চাচ্ছি না।’