সুখবর দিলো আবহাওয়া অফিস

সুখবর দিলো আবহাওয়া অফিস

ফাইল ছবি

ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। এরমধ্যে দেশের ৪৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। রাজধানীতে গত দুদিন ধরে তাপমাত্রা কমছেই। চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে আজ সর্বনিম্ন ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে এর আগে কখনও দেখা যায়নি। তবে, বুধবার থেকে তাপমাত্রা বাড়ার সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে বুধবার (২৪ জানুয়ারি) রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলিসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে, বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া দেশের বেশ কয়েকটি জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে। তবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, চার বিভাগে বৃষ্টি হলেও দেশের অন্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টির সময় শীতের তীব্রতা কমে আসবে।