নীলফামারীতে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০০ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক ও দুইজনকে প্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে জলঢাকা রংপুর মহাসড়ক থেকে এসব ফেনসিডিল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুরের নেতৃত্বে জলঢাকা থানা পুলিশের একটি চৌকস টিম অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে অভিযান চালায়। একটি দ্রুতগতির ট্রাক বড়ঘাটে গতিরোধ করা হয়।

এসময় ট্রাকটি তল্লাশী করে ২০০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং সাথে থাকা দুই জানকে আটক করা হয়। আটককৃতরা হলেন হাতীবান্ধা উপজেলার দক্ষিন গড্ডিমারি ইউনিয়নের আওলাদ হোসেনের ছেলে কারিমুল ইসলাম(৩২) এবং একই ইউনিয়নের মধ্যধুপলি এলাকার রমজান হোসেনের ছেলে জাহিদুল ইসলাম(৩০)।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান, তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। প্রক্রিয়া শেষে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।