বিসিএস পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে তরুণী

বিসিএস পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে তরুণী

প্রতীকী ছবি।

চট্টগ্রামে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে প্রিয়তি জান্নত নামে এক তরুণী আটক হয়েছেন। পরে তাকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জসিম উদ্দিন ওই তরুণীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে চট্টগ্রাম বিভাগের ৭৩৪ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে বুধবার ২০০ নম্বরের বাংলা পরীক্ষায় ৬২৪ জন অংশ নেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জসিম উদ্দিন বলেন, বুধবার বিসিএস লিখিত পরীক্ষায় প্রিয়তি জান্নাত নামে এক তরুণী প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন। আসল পরীক্ষার্থীর প্রবেশপত্রের ছবি পাল্টে তিনি এসেছিলেন। পরে যাচাই করে প্রক্সি দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।