আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

২০২৩ সাল জুড়ে বল ও ব্যাট হাতে বেশ অনুপ্রেরণাদায়ক পারফরম্যান্স করেছিলেন তিনি। সেটার পুরস্কারস্বরূপ স্যার গ্যারি সোবার্স ট্রফি তথা আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন ভারতের বিরাট কোহলি ও স্বদেশী ট্র্যাভিস হেডকে।

কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্বিয়নশিপের শিরোপা জিতে। এরপর অ্যাশেজ পুনরুদ্ধার করে এবং সবশেষ নভেম্বরে ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে।

২০২৩ সালে তিনি ২৪ ম্যাচ খেলে ৫৯টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪২২ রান করেন।

তার বছরটা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ (বোর্ডার-গাভাস্কার ট্রফি) হেরে। এরপর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তারা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ জিতেন। ওয়ানডে বিশ্বকাপে তাদের শুরুটা হয়েছিল হার দিয়ে। প্রথম দুই ম্যাচ হেরে পরের ৯ ম্যাচ জিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তোলে কামিন্সবাহিনী।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়ে কামিন্স বলেন, ‘এটা আমার জন্য বিরাট সম্মানের। অসাধারণ একটি বছর ছিল। যেখানে আমরা অনেকগুলো দলগত সাফল্য অর্জন করেছিলাম। এরপর এই ব্যক্তিগত পুরস্কার পাওয়াটা আমার জন্য সত্যিই বিরাট কিছু।’