ফুলপুরে বালিয়া মাদরাসার ১০৫ তম বড়সভা আজ

ফুলপুরে বালিয়া মাদরাসার ১০৫ তম বড়সভা আজ

সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার ১০৫ তম বড়সভা আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ জুমা শুরু হচ্ছে। চলবে পরদিন শনিবার ফজর পর্যন্ত। খতমে কুরআনুল কারীম ও খতমে বুখারী শরীফের দোয়া উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। 

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি শরীফ আহমেদ। 

বালিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন জানিয়েছেন, বালিয়া মাদরাসা মসজিদে শুক্রবারে জুমার নামাজে ইমামতি করবেন জর্ডান থেকে আগত মেহমান আল্লামা শায়েখ আবু ওবায়দা মুহাম্মাদ ওমর খাজির। জুমার নামাজের পর বালিয়া মাদরাসার শিক্ষা উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হকের সভাপতিত্বে ১০৫ তম সভার বয়ান শুরু হবে। প্রথমে স্থানীয় উলামায়ে কেরামকে সময় দেওয়া হবে। আসরের নামাজের পর বয়ান করবেন শায়খে সেহলা আল্লামা আহমাদ হোসাইন। 

ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বালিয়া মাদরাসার বড়সভার নিরাপত্তার লক্ষ্যে ইতোমধ্যে পুলিশের বিশেষ টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক দলও এতে ডিউটি করবেন বলে জানা গেছে।