কনকনে শীতে কাঁপছে নওগাঁ

কনকনে শীতে কাঁপছে নওগাঁ

ফাইল ছবি

রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে ঘন কুয়াশার সাথে উত্তর থেকে বয়ে আসা হিম শীতল বাতাস আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনপদের মানুষের জনজীবন। কয়েক দিনের হাড় কাঁপানো ঠাণ্ডায় জবুথবু এই অঞ্চলের জনজীবন। 

শুক্রবার তাপমাত্রা কমে সকাল সাড়ে ৯টায় নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস জেলায় সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। যা এই শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। প্রতিদিনই ভোর থেকেই কুয়াশায় পথঘাট ঢাকা পড়ছে। সড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহগুলো চলাচল করতে দেখা যায়। এদিকে প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষরা।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, চলতি মাসের শেষের দিকে আর একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।