তাসকিনের ইনজুরি নিয়ে যা জানালেন শরীফুল

তাসকিনের ইনজুরি নিয়ে যা জানালেন শরীফুল

তাসকিন আহমেদ

গত বছর ওয়ানডে বিশ্বকাপ থেকে চোট নিয়ে ভুগতেছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এর পর ঘরের মাটিতে ও নিউজিল্যান্ড সফরেও ছিলেন বিশ্রামে। মূলত তার চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন এই সময়টা। এরপর বিপিএল দিয়ে মাঠে ফিরলেও আবারও সেই পুরোন চোট পরেন কাল রংপুরের বিপক্ষে ম্যাচে। যার কারণে পুরো চার ওভারও বল করেননি তিনি। 

ম্যাচ শেষে ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা শরীফুল ইসলাম তাসকিনের চোটের অবস্থা নিয়ে বলেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যথা) লেগে আসছিল, সে জন্য বোলিং করেননি। ব্যাটিংয়ে নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাঁকে নিয়ে। আশা করছি পরের ম্যাচের আগে উনি ফিট হয়ে যাবেন।’

প্রথম ম্যাচের পর হারের বৃত্তে ঢাকা; এ নিয়ে শরীফুল বলেন, ‘মাত্র তিনটা খেলা গেল আমাদের, সামনে আরও খেলা আছে। আমরা চেষ্টা করব পরবর্তী ম্যাচগুলোতে কিভাবে কামব্যাক করা যায়। সামনের ম্যাচগুলোতে আমাদের সেরাটা খেলা ছাড়া কোনো উপায় দেখছি না। চেষ্টা করব আর একটা জয় পেয়ে যেন আমরা সবাই চাঙা হতে পারি।’

এই ম্যাচে রংপুরের কাছে ৭৯ রানে হারে ঢাকা। তাসকিন বল হাতে ২ ওভার করে ১৪ রানে ১ উইকেট নিয়েছেন। ২৯ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার প্রতিপক্ষ উড়তে থাকা খুলনা টাইগার্স। পরের ম্যাচ খেলতে নামার আগে এক দিন সময় পাবেন তাসকিন। এর মধ্যে ব্যথামুক্ত হতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।