সংঘর্ষের আশঙ্কায় সায়েন্সল্যাবে সতর্ক অবস্থানে পুলিশ

সংঘর্ষের আশঙ্কায় সায়েন্সল্যাবে সতর্ক অবস্থানে পুলিশ

সংগৃহীত

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় রাজধানীর সায়েন্স এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

রোববার (২৮ জানুয়ারি) সকাল থেকে সেখানে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৬০ থেকে ৭০ জন পুলিশ সদস্য ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, ঢাকা সিটি কলেজের মূল ফটকের সামনে এবং সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় নিউমার্কেট ও ধানমন্ডি থানার পাশাপাশি রয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্যরাও। তারা পুরো এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো ধরনের সংঘর্ষ কিংবা এ জাতীয় পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাস ও লেগুনা ভাঙচুর করা হয়। এ ছাড়া কয়েকজন আহত হন।