হাতির পায়ে পিষ্ট হয়ে রাখালের মৃত্যু

হাতির পায়ে পিষ্ট হয়ে রাখালের মৃত্যু

সংগৃহীত

শেরপুরের সীমান্তে গারো পাহাড়ে হাতির পায়ে পিষ্ট হয়ে নুরুল ইসলাম নামের একজন রাখাল মারা গেছেন।মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল।

নুরুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের মৃত সাহার উদ্দিনের ছেলে।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের স্বজনরা জানান, নুরুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গরুর পাল নিয়ে গারো পাহাড়ের তাওয়াকোচায় যান। রাতে গরুর পাল বাড়ি ফিরলেও ফেরেননি রাখাল নুরুল ইসলাম। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে তাওয়াকোচার সেগুনের চালি নামক স্থানে তার মরদেহ দেখতে পান।

এ বিষয়ে ওসি বছির আহমেদ বাদল বলেন, নুরুল ইসলামের মুখের বাঁ পাশে থ্যাঁতলানো অবস্থায় পাওয়া যায়। মরদেহের ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।