বিগ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে রংপুর

বিগ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে রংপুর

সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

বিগ এই ম্যাচে আলোচনায় আরও এক দ্বৈরথ। দেশি দুই হাইপ্রোফাইল কোচ সোহেল ইসলাম-মোহাম্মদ সালাউদ্দিনের লড়াইও এটি।

ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচের দুটিতে জিতেছে রংপুর। এতে পয়েন্ট টেবিলের চারে রাজত্ব রংপুর রাইডার্স।। অন্যদিকে তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে কুমিল্লা। এক ম্যাচ কম খেলে নেট রানরেটে এগিয়ে রংপুরের আগে অবস্থান তাদের। তাই আজকের ম্যাচের ফলের ওপরই পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়া নির্ধারণ করবে।

রংপুর রাইডার্স একাদশ : বাবর আজম, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ফজলে মাহমুদ রাব্বি, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ, হাসান মুরাদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফর্ড ও আলিস ইসলাম।