মোটরসাইকেল ট্রাকের সংঘর্ষে, নিহত ১

মোটরসাইকেল ট্রাকের সংঘর্ষে, নিহত ১

ছবিঃ সংগৃহিত।

নাটোরের বাগাতিপাড়ায় বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শহিদুল ইসলাম (৪২) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়নের ধোপারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আহমেদপুর এলাকার বাসিন্দা। তিনি ট্রাকের হেলপার ছিলেন।

ট্রাকের হেলপার আবু রাসেল (৩৫) জানান, তারা বালুভর্তি ট্রাক নিয়ে পার্শ্ববর্তী বাঘা উপজেলার মীরগঞ্জ থেকে বাগতিপাড়ার মালঞ্চির উদ্দেশ্যে আসছিলেন। ধোপারবিল এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে এসে ধাক্কা লাগে। ট্রাকের চালক লালন আলী (৪৫) মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে ট্রাকসহ উল্টে রাস্তার পাশে পড়েন। এতে আহত হন তিনজন।

এসময় মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের এসে মরদেহ উদ্ধার করেন।

বাগাতিপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনজুরুল আলম বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।