মুসুল্লীদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ ইজতেমা ময়দান

মুসুল্লীদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ ইজতেমা ময়দান

সংগৃহীত

আগামীকাল শুক্রবার আমবয়ানের মধ্যে দিয়ে টঙ্গীর তুরাগ তীরে ৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে।  এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের সুরক্ষায় নেয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্ধারিত খিত্তায় জায়গায় না পেয়ে ফুটপাতে অবস্থান নিয়েছেন ধর্মপ্রাণ মুসুল্লীরা।

শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে তাবলীগ জামাতের বৃহত্তম আসর ৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। 

আনুষ্ঠানিকতার শুরুর একদিন আগেই সারাদেশের বিপুল সংখ্যক মুসুল্লীদের আগমনে কানায় কানায় পরিপুর্ণ হয়েছে ইজতেমা ময়দান । নিজ জেলার নির্ধারিত খিত্তায় জায়গা না পেয়ে  মুসুল্লীরা অবস্থান নিয়েছেন ফুটপাতে। 

মুসুল্লীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়েছে। 

এদিকে, বিশ্ব ইজতেমার কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম মন্ত্রী বলেন, দুই পক্ষের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।