ঘরের মাঠে রংপুরের কাছে শোচনীয় পরাজয় সিলেটের

ঘরের মাঠে রংপুরের কাছে শোচনীয় পরাজয় সিলেটের

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বিপিএলের চলতি আসর ভালো কাটলো না সিলেট স্ট্রাইকার্সের। সিলেটে পাঁচ ম্যাচ খেলে শনিবার চতুর্থ হারের মুখ দেখলো তারা। রংপুর রাইডার্সের কাছে তাদের ৭৭ রানের শোচনীয় পরাজয়ে শেষ হলো সিলেট পর্ব।

আগে ব্যাটিংয়ে নেমে বাবর আজম ও নুরুল হাসান সোহানের আক্ষেপে মোড়ানো কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর। ৭ উইকেটে তারা করে ১৬২ রান। বাবর সর্বোচ্চ ৪৭ রান করেন। তার চেয়ে একটি রান কম এসেছে সোহানের (৪৬)। ৩০ বলে এই রান করে অবশ্য ম্যাচসেরা তিনি।

সাকিব আল হাসান মেরেছেন গোল্ডেন ডাক। অবশ্য বল হাতে সক্রিয় ছিলেন বাঁহাতি স্পিনার। তাকে উপযুক্ত সঙ্গ দেন শেখ মেহেদী হাসান।

দুই স্পিনারের বদৌলতে টপ অর্ডারে ধস নামে। ৩০ রানের মধ্যে ছয় উইকেট হারায় সিলেট, যার মধ্যে দুটি করে উইকেট নেন সাকিব ও মেহেদী।

৮৫ রানে অলআউট হয় সিলেট। রায়ান বার্ল ৪৩ রান করে একা লড়াই চালিয়ে যান। শেষ দিকে মোহাম্মদ নবী ঘূর্ণি জাদু দেখান।

সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন নবী ও মেহেদী। দুটি উইকেট নেন সাকিব। সাত ম্যাচে মাত্র ১ জয় পাওয়া সিলেট পয়েন্ট টেবিলের সবার শেষে। ছয় ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর।