বুমরাহ বিধ্বংসী বোলিং করলো ইংল্যান্ডের বিপক্ষে

বুমরাহ বিধ্বংসী বোলিং করলো ইংল্যান্ডের বিপক্ষে

ছবিঃ সংগৃহিত।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যশস্বী জয়সওয়ালের অসাধারণ দ্বিশতকের পর জসপ্রিত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ২০৯ রান করেন জয়সওয়াল। তার অনবদ্য ইনিংসে ৩৯৬ রানের সংগ্রহ পায় রোহিত শর্মার দল।

জবাব দিতে নেমে বিশাখাপাত্নামে ইংল্যান্ড ক্রিকেট দল বুমরাহর বিধ্বংসী বোলিংয়ের মুখোমুখি হন। জ্যাক ক্রাউলি (৭৬) ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি ভারতীয় বোলারদের সামনে। ফলে ২৫৩ রান তুলতেই অলআউট হয়ে যায় বেন স্টোকসের দল।

জসপ্রিত বুমরাহ ৪৫ রানে একাই নেন ৬ উইকেট। ৩৪ টেস্টে এই নিয়ে ১০ বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন বুমরাহ। তার ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং এটি। দেশের মাঠে এটিই সেরা।

প্রথম ইনিংসে ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ২৮ রান। সব মিলিয়ে ১৭১ রান এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল।