৩০ ঘণ্টা পর নেত্রকোণায় তিতাসের গ্যাস সরবরাহ স্বাভাবিক

৩০ ঘণ্টা পর নেত্রকোণায় তিতাসের গ্যাস সরবরাহ স্বাভাবিক

ফাইল ছবি

৩০ ঘণ্টা পর নেত্রকোণা শহরে তিতাসের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।শনিবার রাত ১২টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। এতে নেত্রকোণায় থাকা সাড়ে ৫ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের মাঝে স্বস্তি ফেরে।

তিতাস গ্যাসের নেত্রকোণা আঞ্চলিক অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়। এতে যেসব বাড়িতে পাইপলাইনের গ্যাসে রান্না হয়, সেসব বাড়িতে ভোগান্তিতে পড়ে মানুষ। খাবারের খোঁজে ভিড় বাড়ে হোটেলে। কিন্তু বাড়তি প্রস্তুতি না থাকায় খাবার সরবরাহে হোটেল মালিকেরাও পড়েন বিপাকে।

প্রকৌশলী সুমঙ্গল গোলদার গণমাধ্যমকে বলেন, ময়মনসিংহের গৌরীপুরে গত শুক্রবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের জন্য মাটি কাটার সময় নেত্রকোণায় গ্যাস সরবরাহের মূল লাইন ফেটে যায়। দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিক ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

সুমঙ্গল গোলদার বলেন, লাইনটির ফাটলের স্থানটিকে রাতে প্রাথমিক মেরামত করা হলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ঢাকা থেকে যন্ত্রপাতি এনে মেরামত করা হয়। এরপর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।