রাজধানীতে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি দায়ে হাতেনাতে গ্রেপ্তার ৬৩

রাজধানীতে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি দায়ে হাতেনাতে গ্রেপ্তার ৬৩

সংগৃহীত

সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির অপরাধে হাতেনাতে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার ভোর রাতে রাজধানীর গাবতলী, কারওয়ান বাজারসহ ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রোববার সকালে র‌্যাবের মিডিয়া বিভাগ থেকে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই বার্তায় জানানো হয়, পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ১২ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এসময় চাঁদাবাজির প্রায় ১৯ হাজার টাকা ও বিভিন্ন আলামত জব্দ করা হয়। এছাড়া র‌্যাব-৪ পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে র‌্যাব-৩ ঢাকার বিভিন্ন স্থান থেকে একই অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। এসময় চাঁদাবাজির প্রায় এক লাখ টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার উদ্ধার করা হয়।

এ বিষয়ে আজ দুপুর ১টায় কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানাবেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।