১৪ ফেব্রুয়ারি থেকে ইন্দোনেশিয়ার বালি সফর করলেই গুণতে হবে টাকা

১৪ ফেব্রুয়ারি থেকে ইন্দোনেশিয়ার বালি সফর করলেই গুণতে হবে টাকা

ছবিঃ সংগৃহীত।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ইন্দোনেশিয়ার বালি সফরের সময় সব বিদেশিকে দেড় লাখ রুপিয়াহ (১২ দশমিক ৮০ সিঙ্গাপুরি ডলার, ১০৪০ টাকা) পর্যটন কর পরিশোধ করতে হবে।নতুন পর্যটন কর বালির মূল ভূখণ্ডের পাশাপাশি এর আশেপাশের দ্বীপ যেমন নুসা পেনিদা, নুসা লেমবোঙ্গান এবং নুসা সেনিংগানের জন্য প্রযোজ্য হবে।

ইন্দোনেশিয়ার অন্যান্য অঞ্চল থেকে স্থল বা অভ্যন্তরীণ বিমানের মাধ্যমে আগত পর্যটকদেরও কর দিতে হবে। শিশুরাও ছাড় পাবে না।বালি প্রদেশের বাইরে অবস্থিত নিকটবর্তী লম্বক ও গিলি দ্বীপপুঞ্জে যাওয়া দ্বীপ-পর্যটকদের বালিতে ফেরার সময় আরও দেড় লাখ রুপিয়া দিতে হবে।

বালির পর্যটন প্রধান জোক বাগুস পেমায়ুন ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথম পর্যটন কর শুরুর তারিখ ঘোষণা করেন।