আহমেদ শরীফের নতুন বই ‘অচেনা শত্রু’ ও ‘ছবিকাব্য’

আহমেদ শরীফের নতুন বই ‘অচেনা শত্রু’ ও ‘ছবিকাব্য’

ফাইল ছবি

কবি, লেখক ও সাংবাদিক আহমেদ শরীফের নতুন বই ‘অচেনা শত্রু’ ও ‘ছবিকাব্য’ প্রকাশ হয়েছে বইমেলায়। মেলায় এ বই দুইটি পাওয়া যাবে নৃ প্রকাশনীর ৫৬৩ নং স্টলে।

উপন্যাস ‘অচেনা শত্রু’ সম্পর্কে আহমেদ শরীফ জানিয়েছেন, এটি একটি ইনফরমেটিভ সাই ফাই উপন্যাস। বিশ্বজুড়ে কয়েক বছর ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প, অতিবৃষ্টি, বন্যা, দাবানল, কোথাও অতিরিক্ত গরম এসব কারণে বিশ্ববাসী দিশেহারা। ক্ষতিগ্রস্ত হচ্ছে শস্য উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। এসব কী কেবলই প্রাকৃতিক? নাকি কেউ চাচ্ছে পৃথিবীকে ধীরে ধীরে ধ্বংসের প্রান্তে নিয়ে যেতে? নানা দেশে যুদ্ধ, সংঘাত সে সবের পেছনে কারা কাজ করছে? এতে কাদের লাভ? সেসব অচেনা শত্রু মাঝে মাঝেই আসে দৃশ্যপটে। সাম্প্রতিক সময়ের নানা অথেনটিক ইনফরমেশনের পাশাপাশি বইটিতে একটি প্রেমের কাহিনিও খুঁজে পাবেন পাঠক।’ এটি আহমেদ শরীফের নবম বই।

এ ছাড়া ‘ছবিকাব্য’ কাব্যপ্রেমী পাঠককে নতুন অনুভূতি দেবে বলে বিশ্বাস করেন আহমেদ শরীফ।

উল্লেখ্য, কবি ও লেখক আহমেদ শরীফ বর্তমানে এনটিভিতে সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কর্মরত আছেন।