নাটোরের বড়াইগ্রামে লালন স্মরণ উৎসব পালন

নাটোরের বড়াইগ্রামে লালন স্মরণ উৎসব পালন

ছবিঃ সংগৃহিত।

নাটোরের বড়াইগ্রামে ১৯তম লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া ডিগ্রী কলেজ চত্ত্বরে রুপরেখা লালন একাডেমীর আয়োজনে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে উৎসবের মূল পর্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। 

রুপরেখা লালন একাডেমীর সভাপতি সরদার সুলতান আহমেদের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খান, একাডেমির সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা জাকির হোসেন সরকার ও আওয়ামী লীগ নেতা ফেরদৌস উল আলম। উৎসবে অনিতা সরকারের সঞ্চালনায় রুপরেখা লালন একাডেমির শিল্পীরা ও আমন্ত্রিত শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করেন।