শান্তি আলোচনা শেষে কায়রো ত্যাগ ইসরায়েলি প্রতিনিধি দলের

শান্তি আলোচনা শেষে কায়রো ত্যাগ ইসরায়েলি প্রতিনিধি দলের

ছবিঃ সংগৃহীত।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার পর তেল আবিবের একটি প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে।  বুধবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

  গাজায় সাময়িক যুদ্ধবিরতি পালনের ব্যাপারে কাতারের মধ্যস্থতায় একটি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া মিশরের রাজধানীতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের সাথে সাক্ষাৎ করেন।এ আলোচনা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ নগরীতে স্থল অভিযান চালাতে ইসরায়েলি বাহিনীর পুরোদমে এগিয়ে যাওয়ার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করার একটি জোরালো প্রচেষ্টার অংশ ছিল।

আর এ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। ইসরায়েলি হামলায় অর্ধেকেরও বেশি মানুষ পালিয়ে রাফাহ শহরে আশ্রয় নিয়েছে।   বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং জাতিসংঘ এ ধরনের হামলায় সম্ভাব্য বেসামরিক নাগরিক হতাহতের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ইসরায়েল রাফাহসহ পুরো গাজা থেকে হামাসকে একেবারে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল বলেছে, ইসরায়েলের প্রতিনিধি দল মঙ্গলবার রাতে কায়রো ত্যাগ করেছে।এ আলোচনার ব্যাপারে অবহিত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, বার্নিয়ার প্রতিনিধি দল যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শেষ না করেই মিশরের রাজধানী ত্যাগ করেছে।

এদিকে মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-কাহেরা মিশরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আলোচনা আরও তিন দিন চলবে।খবরে বলা হয়, ওই কর্মকর্তা বলেছেন, আলোচনা বেশিরভাগই ‘ইতিবাচক’ ছিল।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ আলোচনাকে ‘গঠনমূলক এবং সঠিক পথে অগ্রসর’ বলে অভিহিত করেছেন।