গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ছবি

গাইবান্ধার ফুলছড়িতে গলায় ফাঁস দিয়ে মেহেরুন বেগম (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার উদাখালি ইউনিয়নের মাছেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উদাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহম্মেদ। নিহত মেহেরুন বেগম ওই গ্রামের জলিল মিয়ার স্ত্রী।

চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, অভাবের সংসারে মেহেরুন বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। এতে বেশ কিছুদিন আগে মানসিক সমস্যা দেখা দেয় তার। সকালে চাল বিক্রি করা নিয়ে স্বামীর সাথে বাকবিতন্ডা হয় মেহেরুনের। পরে সবার অজান্তে সকাল ১১টার দিকে নিজ শয়ন ঘরের ধর্ণার সাথে লাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুঁলে পড়েন তিনি।এসময় প্রতিবেশীরা টের পেয়ে চিৎকার দিলে দরজা ভেঙে মেহেরুন বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে স্বজনরা মেহেরুনকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হায় তার।

উদাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহম্মেদ বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় মেহেরুনের।এ ব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।