শিবচরে ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু

শিবচরে ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল ইসলাম (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে শিবচরের বড় কেশবপুর এলাকার রেল সড়কের ৫নং সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল ইসলাম বড় কেশবপুর এলাকার হাকিম আলী বেপারীর কান্দি গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে। মাহামুদুল ওই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মাহমুদুল মাদরাসা থেকে বের হয়। অন্য প্রান্তে যাওয়ার জন্য রেললাইন পার হতে গেলে দ্রুতগতীর নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে শিবচরের পদ্মা স্টেশনের দায়িত্ব প্রাপ্ত স্টেশন মাস্টার খায়রুল আমীনের মুঠোফনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ভাঙ্গা রেলওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।