ধুতরা পাতা খেয়ে একই পরিবারের ৬ সদস্য হাসপাতালে

ধুতরা পাতা খেয়ে একই পরিবারের ৬ সদস্য হাসপাতালে

ছবিঃ সংগৃহীত।

শরীয়তপুরের ভেদরগঞ্জে চুলকানি নিরাময়ে ধুতরা পাতার শাক খেয়ে একই পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের খাস গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন ওই এলাকার মৃত নুর হক খানের স্ত্রী বেলাতুন নেসা (৬০), ছেলে লিটন খান (৪০), পুত্রবধূ লাকি বেগম (৩৫), লিটন খানের মেয়ে লামিয়া (৯), সামিয়া (৫) ও ছেলে সায়মন (৭)।

স্থানীয়, স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, একমাস ধরে খাস গাজীপুর এলাকার লিটন খান ও তার পরিবারের সদস্যরা চুলকানির সমস্যায় ভুগছিলেন। সমস্যা সমাধানে জয়নাল বেপারী নামের স্থানীয় এক ব্যক্তি লিটনকে ধুতরা পাতার শাক খাওয়ার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী ধুতরা পাতা সংগ্রহ করে রোববার দুপুরে রান্না করেন লিটন খানের স্ত্রী লাকি বেগম। সেই শাক পরিবারের সদস্যরা ভাতের সঙ্গে খাওয়ার পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেন। চিকিৎসক তাদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানেও অবস্থার পরিবর্তন না ঘটলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

লিটন খানের চাচা মো. রুস্তম বলেন, ‘ওদের পরিবারের সবার চুলকানির সমস্যা ছিল। এক লোকের পরামর্শে লিটন ধুতরা পাতা নিয়ে তার বউয়ের কাছে দিলে সে পাক করে। সেই শাক ঘরের সবাই খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

প্রতিবেশী বেবি বেগম বলেন, ‘ওরা সবাই ধুতরা শাক খেয়েছিল। এরপরই একে একে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ভেদরগঞ্জে নিয়ে এলে সেখানকার ডাক্তার আমাদের সদর হাসপাতালে নিয়ে যেতে বলে।’

লিটন খান বলেন, ‘আমার শরীরে অনেক দিন ধরে চুলকানির সমস্যা ছিল। পরে জয়নাল নামের এক লোক আমাকে ধুতরা শাক খাওয়ার পরামর্শ দেয়। শাক খাওয়ার পর দেখি আমার মাথা ঘুরায়, দাঁড়াইয়া থাকতে পারি না। আমার মতো আমার মা, স্ত্রী আর বাচ্চাদেরও একই অবস্থা।’

এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. শারমিন আক্তার বলেন, আমরা সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে একজন বয়স্ক নারী ও এক শিশুর অবস্থা ক্রিটিক্যাল মনে হয়েছে। তাই তাদের ঢাকায় রেফার করার কথা বলা হয়েছে।