১৬ দিনে রেমিট্যান্স ১১৫ কোটি ডলার

১৬ দিনে রেমিট্যান্স ১১৫ কোটি ডলার

ফাইল ছবি

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১১৪ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন। গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ১৮ লাখ ৭৩ হাজার ডলার। 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, আগের বছর একই সময়ে গড়ে দিনে প্রবাসী আয় আসে ৫ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২৮ ডলার। গত জানুয়ারিতে গড়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৩১ হাজার ৬৬৬ ডলার। ডিসেম্বর মাসেও অঙ্কটা প্রায় এমনই ছিল। 
সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স কেনায় ঘোষিত দর ১০৯ টাকা ৫০ পয়সা হলেও ১২২ থেকে ১২৫ টাকা দরে পর্যন্ত কেনা হচ্ছে। যে কারণে প্রবাসী আয় বাড়ছে। 

অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে, পাচার কমেছে। যার প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। আগামী মাসগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তারা।

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসে দেশে। এতে সরকার প্রণোদনা বাড়ায়। পাশাপাশি নির্ধারিত দামের অতিরিক্ত দামে প্রবাসী আয় না কেনার নির্দেশনা তুলে নেয়। এরপর থেকে প্রবাসী আয় বাড়তে থাকে।