রামেবির এমবিবিএস ৩য় প্রফে ১ম যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ

রামেবির এমবিবিএস ৩য় প্রফে ১ম যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ

রামেবির এমবিবিএস ৩য় প্রফে ১ম যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার অধীন এমবিবিএস প্রথম বর্ষের পেশাগত পরীক্ষায় শীর্ষস্থান অর্জনের পর এবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩য় পেশাগত পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখলো যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ৯ম ব্যাচের শিক্ষার্থীরা।এর মাধ্যমে মেডিকেল কলেজটির ধারাবাহিক একাডেমিক সাফল্যের মুকুটে আরো একটি পালক যুক্ত হলো।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন তৃতীয় বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা-মে ২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে গত ১৭ ফেব্রুয়ারি । এতে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের পাশের হার ৯৭ দশমিক ৮৩ শতাংশ। ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ জন পাশ করেছে। পাশের হারের দিক থেকে ২৪ টি মেডিকেল কলেজের মধ্যে ১ম স্থান অর্জন করেছে এই মেডিকেল কলেজটি। এদের মধ্যে দু’জন ছাত্রী প্যাথলজি বিভাগে বিরল অনার্স মার্কস পাওয়ার গৌরব অর্জন করেছেন। এরা হলেন ভারতীয় ছাত্রী মোকাদ্দাস শাহীন এবং বাংলাদেশি ছাত্রী সুমাইয়া তাসমিন। তাদের এই সফলতার পেছনে মেডিকেল কলেজের শিক্ষকদের অবদান এবং শিক্ষার সার্বিক উন্নত পরিবেশ ইতিবাচক ভূমিকা পালন করেছে বলে মনে করেন তারা।

একই দিন একই বিশ্ববিদ্যালয়ের অধীন এমবিবিএস মে-২০২৩ এর ২য় বৃত্তিমূলক পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়। এই বর্ষের ফলাফলে পাশের হার ৮৭ দশমিক ৮৭ শতাংশ। ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫০ জন।নিজেদের এই অভাবনীয় সাফল্যে খুশি মেডিকেল কলেজের শিক্ষক, দেশি-বিদেশী শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাই।

২০১২ সালে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজটি আদ্-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এর মমতাময়ী মা সকিনা খাতুনের নামানুসারে নামকরণ করা হয়। মায়ের দোয়া এবং ভালবাসায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের এই মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে ডাক্তার হয়ে বের হচ্ছেন দেশি-বিদেশী অসংখ্য ছাত্রী। যারা পেশাগত জীবনেও তাদের দক্ষতার পরিচয় দিচ্ছেন বলে দাবি করলেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নত মেডিকেল সরঞ্জামে সজ্জিত আমাদের ল্যাবগুলো। রয়েছে দক্ষ এবং মেধাবী একঝাক প্রবীন এবং তরুন শিক্ষিক-শিক্ষিকাবৃন্দ। নিজস্ব আবাসিক ব্যবস্থা, ক্যাম্পাসেই ৫শ’ শয্যার হাসপাতাল, নিয়মিত ক্লাস, নৈতিক ও কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা ছাত্রীদের গড়ে তোলার চেষ্টা করছি।

যশোর শহরতলীর পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের দক্ষিণ-পশ্চিমা লের মানুষের মধ্যে যেমন উন্নত, পরিচ্ছন্ন একাডেমিক পরিবেশে এমবিবিএস, ডিও ও ডিজিও কোর্সে মেডিকেল শিক্ষার আলো ছড়াচ্ছে। পাশাপাশি দরিদ্র মানুষের সাধ্যের মধ্যে মান সম্মত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আস্থার আশ্রয়স্থলে পরিণত হয়েছে মনে করেন অধ্যক্ষ।