ভাষা শহীদদের প্রতি মালয়েশিয়ায় শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি মালয়েশিয়ায় শ্রদ্ধা

সংগৃহীত

ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মালয়েশিয়া প্রবাসীরা।

বুধবার সকালে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশন প্রাঙ্গণে প্রভাতফেরির মাধ্যমে হাইকমিশনের অস্থায়ী শহীদ মিনারের বেদীতে হাইকমিশনার মো. শামীম আহসানের নেতৃত্বে হাইকমিশন পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ ও মালয়েশিয়ায় প্রবাসী গণমাধ্যমকর্মীরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, এনটিভির স্টাফ রিপোর্টার কায়সার হামিদ হান্নান, বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ, বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল মামুন, ডিবিসি প্রতিনিধি মোহাম্মদ আলী, এসএ টিভি প্রতিনিধি বাপী কুমার দাস প্রমুখ।

দিবসের মূল অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।