অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

সংগৃহীত ছবি

ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। এরপরই সৌদি প্রো লিগের ক্লাব আল শাবাব সমর্থকদের সামনে অশোভন অঙ্গভঙ্গিতে উদযাপন করে সমালোচনার মুখে পড়েছেন এই আল নাসরের তারকা ফুটবলার। ইতোমধ্যেই এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত। নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন এই পর্তুগিজ পোস্টারবয়।

গত রোববার সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় আল নাসর। এই ম্যাচে গোল করেন রোনালদো। এরপরই আল শাবাব সমর্থকদের ‘মেসি মেসি’ স্লোগানের প্রতিক্রিয়ায় অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। মুহূর্তে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন এই তারকা ফুটবলার।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এবার অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সৌদি ফুটবল ফেডারেশনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রোনালদো। দৃষ্টিকটু আচরণের জন্য দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুণতে হতে পারে রোনালদোকে।

মরুর দেশটিতে পাড়ি জমানোর পর বেশ কয়েকবার এমন অশোভন অঙ্গভঙ্গির কারণে তোপের মুখে পড়েছিলেন রোনালদো। গেল বছরের এপ্রিলে এক ম্যাচ শেষে রোনালদোর এমন অশালীন আচরণ সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিল।

বিশেষ করে সৌদির মতো রক্ষণশীল দেশে তার এমন নোংরা আচরণ অনেকেই মানতে পারছিলেন না। এমনকি দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমে 'সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহারকারীকে বের করে দাও স্লোগান ছিল ট্রেন্ডিং। যদিও ক্লাব আল নাসরকে সেসময় পাশে পায় রোনালদো।

সেই সময় ক্লাবের পক্ষ থেকে বলা হয়, রোনালদোর কুঁচকিতে চোট রয়েছে। সেই কারণে ওই জায়গায় হাত দিয়েছিলেন তিনি। রোনালদো কোনো সমর্থককে অপমান করার জন্য এমন অঙ্গভঙ্গি করেননি বলেও দাবি করে আল নাসর। অশোভন আচরণের জন্য কোনো শাস্তিই পেতে হয়নি রোনালদোকে।

এ ছাড়াও গত ৯ ফেব্রুয়ারি আল-হিলালের বিপক্ষে প্রীতি ম্যাচ হারের পর মেসি মেসি স্লোগানের প্রতিক্রিয়ায় বাজে অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। ওইদিন এক সমর্থকের ছুড়ে মারা স্কার্ফ নিজের শর্টসের ভেতর ঢুকিয়ে ফেলেছিলেন তিনি।