নেত্রকোনায় লোকসংগীত উৎসব

নেত্রকোনায় লোকসংগীত উৎসব

সংগৃহীত

বাঙালির লোকজ সংস্কৃতি ধরে রাখার জন্য নেত্রকোনার আঞ্চলিক পালাগান, বাউলগানসহ লোকনৃত্য নিয়ে উদীচীর আয়োজনে লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার বিকালে লোক সংগীতের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দুইদিনেই বিকাল থেকে রাত পর্যন্ত চলে পরিবেশনা। এতে জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাউল শিল্পীরা তাদের গান পরিবেশন করেন।

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উদীচীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও নেত্রকোনা জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

পরে দুই দিনব্যাপী আয়োজনে উদীচীর কলাকুশলীদের পরিবেশনায় লোকসংগীত, লোকনৃত্য, পালাগান ও ধামাইলগান ও বাউল আবুল বাশার তালুকদার, উমেদ আলী, ফকির চান, আলেয়া সরকার, রুবি সরকার ও মরিয়ম সরকারের পরিবেশনায় বাউলগান এবং বাউল সিরাজ উদ্দিন খান পাঠান ও অলিদ মিয়ার পরিবেশনায় মালজোড়া গান পরিবেশিত হয়।