জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষ, কৃষক নিহত

জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষ, কৃষক নিহত

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে উভয়পক্ষের বেশ কয়েকজন।

শনিবার (২ মার্চ) বিকেলে উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুঁটিয়ার চরে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল মল্লিক (৫০) ওই গ্রামের প্রয়াত আব্দুল হাকিম মল্লিকের ছেলে।

কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ঠুঁটিয়া গ্রামের মল্লিক গোষ্ঠী ও ব্যাপারী গোষ্ঠীর মধ্যে একটি বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। শনিবার দুপুরে সার্ভেয়ার দিয়ে ওই বাড়িটি পরিমাপ করার জন্য সেখানে গিয়েছিলাম।

তখন দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে চলে আসি। বিকেল ৫টার দিকে দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়; ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের মধ্যে দুলাল মল্লিককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, সংঘর্ষের সময় ফলার আঘাতে দুলাল মল্লিক মারা যান। মৃতদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।