বগুড়ায় ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

বগুড়ায় ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

প্রতিকী ছবি

বগুড়ায় ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদরের রংপুর-ঢাকা মহাসড়কের গোকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করে র‌্যাব।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়ার আবু তালেবের ছেলে নুরুজ্জামান মিয়া (২৮) ও একই জেলার হাতিবান্ধা থানার ধুবলী এলাকার নুরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩৫)।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া র‌্যাবের স্কোয়াড কমান্ডার মো. সোহেল রানা প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপে বিপুল মাদক পরিবহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সদরের গোকুল এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৯৩ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল, ৪টি সিমকার্ড ও নগদ সাড়ে ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।তিনি জানান, দীর্ঘদিন যাবৎ আসামিরা মাদক কারবারির সাথে জড়িত। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।