সোনামসজিদ দিয়ে আসবে ৩৯ হাজার টন পেঁয়াজ

সোনামসজিদ দিয়ে আসবে ৩৯ হাজার টন পেঁয়াজ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সোমির ঘোষ এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন সোনামসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক। তারা ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। তবে কবে নাগাদ পেঁয়াজ আমদানি শুরু হতে পারে তা নিশ্চিত করতে পারেনি এ কর্মকর্তা।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে ১০৫-১১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।