৯ তারিখ যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

৯ তারিখ যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

ছবি : সংগৃহীত

দুই সিটি করপোরেশন, ০৬টি পৌরসভার এবং ৩২টি ইউনিয়ন পরিষদের সাধারণ/উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ মার্চ এসব এলাকার তফসিলি ব্যাংকে সকল শাখা/উপশাখা বন্ধ থাকবে বলে জানিয়েছে বংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (০৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (ডিওএস) এক সার্কুলারে এ তথ্য জানানো হছে।

ডিওএস পরিচালক মাসুমা সুলতানা স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩ মার্চের প্রজ্ঞাপন মোতাবেক ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন, ০৩টি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ ০৩টি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এবং বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভা) মেয়রের শূন্য পদের উপনির্বাচন এবং ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ১৯টি ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আগামী ০৯ মার্চ তারিখ শনিবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা/উপশাখা বন্ধ থাকবে।