কানাডায় এক শ্রীলঙ্কান পরিবারের ৬ জনকে হত্যা

কানাডায় এক শ্রীলঙ্কান পরিবারের ৬ জনকে হত্যা

সংগৃহীত ছবি

কানাডার রাজধানী অটোয়ায় ছুরিকাঘাতে শ্রীলঙ্কান পরিবারের চার শিশু সন্তানসহ এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারটির পরিচিত আরও একজন নিহত হয়েছেন। এছাড়া শিশুদের বাবাও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। 

গতকাল বৃহস্পতিবার কানাডা পুলিশ জানিয়েছে, অটোয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলি বারহাভেনে বুধবার এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ছুরি হামলার ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে মন্তব্য করে বলেন, এমন ঘটনায় আমি স্তম্ভিত।

জানা গেছে, নিহত ছয়জন কানাডায় নতুন এসেছিল, তাদের মধ্যে সবচেয়ে ছোটজনের বয়স ছিল মাত্র ২ মাস। এ ঘটনায় শ্রীলঙ্কা থেকে কানাডায় যাওয়া ১৯ বছর বয়সী পুরুষ শিক্ষার্থী ফেব্রিও ডি-জয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডি-জয়সা ওই পরিবারকে চিনতেন এবং তাদের সঙ্গে ওই বাড়িতে থাকতেন। নিহত শিশুদের বয়স ৭, ৪ ও ২ বছর এবং ২ মাস। তাদের মায়ের বয়স ৩৫ বছর। এছাড়া নিহত অপর পুরুষের বয়স ৪০ বছর।