পাবনার কাজীরহাটে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হেসেন

পাবনার কাজীরহাটে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হেসেন

ছবি: পাবনা প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পাবনা-২ আসনে বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে আমিনপুর থানার কাজীরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। কাজীরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রাজনৈতিক সংগঠক, আওয়ামীলীগ নেতা এএফএম মনিরুল ইসলাম তরুন, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রেজাউল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী দিনে কাজীরহাট, মানিকহাট, সাতবাড়িয়াসহ বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়।

কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এবং দলীয় প্রধানের নির্দেশে সারাদেশে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে সুজানগর ও বেড়া এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হলো।