জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু

ছবি : সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। 

শনিবার (৯ মার্চ) সকাল আটটায় কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু ইভিএমে সমস্যার কারণে বেশ কিছু কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ধীরগতিতে চলছে। ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের সারি দীর্ঘ হতে দেখা যায়। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান-বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে মোবাইল ফোন নিয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, জগ প্রতীক নিয়ে বর্তমান মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর, নারিকেল গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন ও রেল ইঞ্জিন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর।

নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।

নির্বাচনে বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে।

একই সাথে আজ দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।