জাঁটকা শিকার বন্ধে বরিশালে অভিনব প্রচারণা

জাঁটকা শিকার বন্ধে বরিশালে অভিনব প্রচারণা

সংগৃহীত

জাঁটকা শিকার বন্ধ এবং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে অভিনব প্রচারণা চালিয়েছেন চিত্রশিল্পি ও লেখক সাইফুল্লাহ নবীন। 

‘ঝাকে ঝাকে জাটকা, কারেন্ট জালে আটকা’- শ্লোগান নিয়ে আজ সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই প্রচারণা চালান তিনি। কারেন্টজালের সঙ্গে জাঁটকা মাছ গেথে চালানো প্রচারনা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। এসময় চিত্রশিল্পি সাইফুল্লাহ নবীন বলেন, মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারে ২ মাসের নিষেধাজ্ঞা চলছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভয়াশ্রমে ব্যাপকহারে জাঁটকা নিধন করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসন নির্বিকার। 

তিনি আরও জানান, জাঁটকা শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই প্রচারণা চালিয়েছেন।