দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. খয়বর রহমান, চরভাদ্রাসন ক্যাব এর সভাপতি মো. জয়নুল আবেদীন, চরভদ্রাসন হাটবাজার বনিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন, চর হাজিগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি কবিরুল আলম ব্যাপারী, সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমুখ।

সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও জনদুর্ভোগ লাঘবে করণীয় বিষয়ক নির্দেশনা ব্যসায়ীদের অবগত করতে বিভিন্ন বাজারে মাইকিং এর মাধ্যমে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।