নেইমারের ফেরা নিয়ে যা জানাল ব্রাজিল

নেইমারের ফেরা নিয়ে যা জানাল ব্রাজিল

ছবি: সংগৃহীত

ব্রাজিল তারকা নেইমার ও চোট যেন একে অপরের সম্পূরক। ইনজুরির কারণে ক্যারিইয়ারের দীর্ঘ সময় মাঠের বাহিরে সময় কাটিয়েছেন তিনি। বর্তমানেও তিনি চোটের কারণে আছে মাঠের বাইরে। পরিস্থিতি এতটা বেগতিক যে মিস করতে হচ্ছে জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা। ফলে তাকে মাঠে পেতে তার সব শেষ অবস্থা এবং কবে নাগাদ দলে ফিরবেন তা নিয়ে জানান দেশটির মেডিকেল চিকিৎসক। 

নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন দলের চিকিৎসক লাসমার। গত বৃহস্পতিবার লাসমারের হাসপাতালে মেডিকেল পরীক্ষা করিয়েছেন নেইমার।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোকে লাসমার বলেন, ‘আমরা এখনো তার পুনর্বাসনের অর্ধেকটাতেও পৌঁছাতে পারিনি। যখন আমরা ৯ বা ১০ মাসের তার ফিজিওথেরাপি সম্পন্ন করব, তখনই শুধু আমরা তার মাঠে ফেরার সময় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব।’

গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। সেদিন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। আর সে সময় বাঁ হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে।