ভারতের করোনা ভ্যাকসিনে বাংলাদেশ অগ্রধিকার পাবে

ভারতের করোনা ভ্যাকসিনে বাংলাদেশ অগ্রধিকার পাবে

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

ভারত কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরির কাজ করছে। করোনার টিকা ভারত তৈরি করতে পারলে সেটা শুধু ভারতের জন্যই নয়, বাংলাদেশেও দেয়া হবে। বাংলাদেশেও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর যৌথ কোনো কাজ করার সুযোগ থাকলে সেটা করা হবে।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

এসময় তিনি আরো জানান, ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ১৮ আগস্ট ঢাকায় এসেছেন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করবেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।