হেরেই চলছে সানজিদার ইস্ট বেঙ্গল

হেরেই চলছে সানজিদার ইস্ট বেঙ্গল

ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল। সেই দলের হয়ে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে খেলছেন সানজিদা আক্তার। সানজিদার ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও ইস্ট বেঙ্গল পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে।

১৮ দিন বিরতির পর ভারতীয় নারী লিগ আবার শুরু হয়েছিল ১ মার্চ থেকে। ওই দিন সানজিদা আক্তারের ইস্ট বেঙ্গল হোপস এফসির বিপক্ষে ০-৩ গোলে হেরেছে। গতকাল লিগের আরেক ম্যাচে ইস্ট বেঙ্গল ওড়িষা এফসির কাছে হারে ০-২ গোলে।

ভারত নারী ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের আরেকটি ম্যাচ বাকি রয়েছে। ২৪ মার্চ গোকুলাম কেরালার বিপক্ষে চলতি মৌসুমে শেষবারের মতো ইস্ট বেঙ্গলের জার্সিতে নামবেন সানজিদা। ওই ম্যাচ খেলেই দেশে ফিরে আসার কথা তার।

ভারত থেকে সানজিদা জানান, ‘আগের ম্যাচে শেষের দিকে ওঠে গিয়েছি। হাল্কা একটু ব্যথা আছে। তবে সমস্যা নেই, পরের ম্যাচের আগে অনেক সময় খেলব ইনশা-আল্লাহ।’

সাত দলের মধ্যে ১১ ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট মাত্র ৪। ১২ ম্যাচ খেলে সবার নিচে ২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে ওড়িষা স্পোর্টস। সাবিনা খাতুনের কিকস্টার্ট এফসি ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। সাবিনা লিগের মাঝপথে দেশে এসেছেন। এরপর আর ভারত যাননি বাংলাদেশের অধিনায়ক।