নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে যুবক নিহত

নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে যুবক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর ভাটারার সোলমাইদ এলাকায় নির্মাণাধীন ভবনের উপর থেকে লোহার পাইপ পড়ে মো. রাজু (২৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি সেসময়ে পাশের ভবনে হোটেলে কাজ করছিলেন। 

রাজু চাঁদপুর সদর উপজেলার গোবিন্দা গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে সোলমাইদ বসুমতি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। পরে সেখান থেকে বেলা সোয়া এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আফছার বলেন, ভাটারা থানাধীন বসুমতি মূর্তি আনছার ক্যাস্প গেটের পাশে মা'য়ের দোয়া লামিয়া রেস্টুরেন্ট এর কারিগর রাজু। তাদের প্রতিষ্ঠানের সানসেটের নিচে বসে বেগুন কাটার কাজ করছিলেন তিনি। সে সময় পাশের নির্মাণাধীন ১০ তলা ভবনের উপর থেকে একটি লোহার পাইপ নিচে পড়ে জাম্প করে পাইপটি এসে তার বুকে লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসা হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানাকে অবগত করা হয়েছে।