গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত

গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত

সংগৃহীত

পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাতসহ নানা আয়োজনে গাজীপুরে ঐতিহাসিক ১৯ মার্চের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসনের সার্কিট হাউজে নির্মিত ভাষ্কর্য অনুপ্রেরণা ১৯ এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণকারী মুক্তিকামী জনতা, জেলা পরিষদ, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

১৯ মার্চ সশস্ত্র প্রতিরোধ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর কর্তৃক আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দিরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান. মো. আজমত উল্লা খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ বারি ও মুকুল কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় জীবনে ১৯ মার্চের তাৎপর্য তুলে ধরেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের পর কিভাবে গাজীপুরের বীর জনতা অস্ত্র হাতে তুলে নেন, প্রথম লড়াই করে বীর জনতা শহীদ হোন তা বিশ্লেষিত হয়। ১৯ মার্চের প্রতিরোধ যুদ্ধ কিভাবে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছে তা বক্তাদের কথায় উঠে আসে।

১৯ মার্চ সশস্ত্র প্রতিরোধ দিবসকে জাতীয় ভাবে পালনের জন্য জেলা প্রশাসন, গাজীপুরের পক্ষ থেকে সরকারের কাছে সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

প্রসঙ্গত: ১৯৭১ সালের ১৯ মার্চ পাকিস্তানের বিগ্রেডিয়ার জাহানজেব বাঙালি সৈনিকদের নিরস্ত্র করতে তৎকালীন জয়দেবপুর আসেন। এ খবরে মুক্তি সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা স্থানীয় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন। এ সময় পাক হানাদার বাহিনীর গুলিতে জয়দেবপুরে শহীদ হন নেয়ামত ও মনু খলিফা। এছাড়া চান্দনা চৌরাস্তায় শহীদ হন হুরমত ও কানু মিয়া। আহত হন শতাধিক মানুষ। এ ঘটনায় শ্লোগান উঠে জয়দেবপুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর।