রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অংশীজনের সভা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অংশীজনের সভা

সংগৃহীত

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আলোকে সুশাসন প্রতিষ্ঠার জন্য অংশীজনের সভার আয়োজন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুর ২টায় প্রতিষ্ঠানটির দীপংকর তালুকদার ভবনে এ সভার প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আখতার। 

এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, পরিচালক মো. নুরুজ্জামান ও প্রক্টর ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।

সভায় ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আখতার বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশি শুদ্ধাচার সম্পর্কে সচেতন করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছে। তিনি আরও বলেন, উন্নত দেশ গড়তে শুদ্ধাচারের বিকল্প নেই। সুন্দর ব্যবহার। সঠিত কার্যক্রম একজন মানুষের প্রকৃত পরিচয় তুলে ধরে। তাই সবাইকে শুদ্ধাচার করতে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ অভিভাবকদের আহ্বান জানান তিনি।