লক্ষ্মীপুরে দি-মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ

লক্ষ্মীপুরে দি-মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ

সংগৃহীত

লক্ষ্মীপুরে অভিযান পরিচালনা করে দি-মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানার পাশাপাশি বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে এই নির্দেশ দেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, লাইসেন্স না থাকার কারণে ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা জরিমানা ও ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে। এবং কোনো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার যাতে অনিয়ম করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক নাহিদ ও সদর মডেল থানার পুলিশ সদস্যরা।