অবন্তিকার মায়ের সঙ্গে জবির তদন্ত কমিটির বৈঠক

অবন্তিকার মায়ের সঙ্গে জবির তদন্ত কমিটির বৈঠক

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্যরা অবন্তিকার আত্মহত্যার স্থান পরিদর্শন ও অবন্তিকার মায়ের সঙ্গে দেখা করে কথা বলেছেন।

শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টায় তদন্ত কমিটির সদস্যরা কুমিল্লার বাগিচাগাঁওয়ের অরনিকা পার্কের বাসার দ্বিতীয়তলায় ঘটনাস্থলে আসেন।

তদন্ত কমিটির সদস্যরা দীর্ঘ আড়াই ঘণ্টা অবন্তিকার মা তাহমিনা শবনমের সঙ্গে আত্মহত্যার বিষয়টি নিয়ে কথা বলেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে অবন্তিকার মায়ের কাছে জানতে চান।

পরে সাংবাদিকের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন।

তিনি বলেন, আমরা ঘটনার তদন্ত চালাচ্ছি। অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে আরও জানার চেষ্টা চালাচ্ছি।

অবন্তিকার মা তাহমিনা শবনম জানান, তদন্ত কমিটির সদস্যরা এসেছেন আমার কাছে। উনারা তথ্য নিয়েছেন। উনারা বলেছেন, আমি ন্যায় বিচার পাব।