দুই বছরের মধ্যে অবসান হবে করোনা: ডাব্লিউএইচও

দুই বছরের মধ্যে অবসান হবে করোনা: ডাব্লিউএইচও

ছবি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রধান টেড্রোস অ্যাধহানম গেব্রিয়াসিস

আগামী দুই বছরের মধ্যে করোনাভাইরাস মহামারির অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রধান টেড্রোস অ্যাধহানম গেব্রিয়াসিস। শুক্রবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে এক সম্মেলনে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে মহামারিকে বিদায় দেওয়া সম্ভব।

গেব্রিয়াসিস বলেন, প্রতি শতাব্দীতে একবার এমন স্বাস্থ্য সংকট আসে। তবে তার প্রত্যাশা, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের ফলে অপেক্ষাকৃত কম সময়ে করোনা থেকে মুক্তি মিলবে।
তিনি বলেন, বিশ্বায়নের ফলে দ্রুত করোনা ছড়িয়েছে। তবে সবাই একসঙ্গে চেষ্টা করলে দুই বছরের মধ্যে  সামলে নেওয়া সম্ভব।
প্রসঙ্গত, ১৯১৮ সালের যে ফ্লু সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছিল সেটা অনেক দিন স্থায়ী ছিলো। তবে বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা উন্নত হওয়ায় সংকট কাটিয়ে উঠার ব্যাপারে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র:এনডিটিভি